
ankur mahamud - chader alo كلمات أغنية
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
চিলেকোঠার জানালায় বসে আছো কেন বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
চিলেকোঠার জানালায় কেন বসে আছো বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো
অলস দুপুর সন্ধ্যে বেলা আমায় তুমি দেখো
ইচ্ছে করে দুষ্টমিটা চোখের কোণে রেখো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো
আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো
كلمات أغنية عشوائية
- lil wavez - need your love كلمات أغنية
- andrei zeli - привычка (habit) كلمات أغنية
- futhills - don’t want it كلمات أغنية
- alexis reel - chase, pt.2 كلمات أغنية
- луперкаль (luperkal) - 2000 كلمات أغنية
- ryan cali - keep it going كلمات أغنية
- young milli - bad bitch savage كلمات أغنية
- x-men - sur les boulevards كلمات أغنية
- 方大同 (khalil fong) - run from your love كلمات أغنية
- smithval - traumatize كلمات أغنية