kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

anjan dutt - sabai keno كلمات الأغنية

Loading...

সবাই কেন গাইতে গেলে
প্রেমের গানই গায়?
ঘুরেফিরে ভালবাসার কথাটাই?
আমি অন্যকিছু গাইবো বলে
তোমার কাছে এসে
সবাই কেবল সবাই হয়ে যাই।
সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
ভালবাসার সত্যি কথাটাই
আমি কিছু করব বলে তোমার কাছে এসে
সবাই কেবল সবাই হয়ে যাই।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...