
anjan dutt - kaal theke thik manush habo كلمات أغنية

আজকে তুমি শুনেছ কি রাতের বাংলা খবর
কাল সকালে বৃষ্টি হবে ভিজবে সারা শহর
ভিজবে শহর দালানকোঠা ভিজবে তোমার বাড়ি
জানলা দুটো খুলে রেখ ভাঙাবো কাল আড়ি
বৃষ্টি তোমার ভীষন প্রিয়, প্রিয় মাটির ঘ্রান
পর জন্মে দুটোই হবো দুটোই তোমার প্রাণ
অভিমানকে এবার না হয় দিলে কবর চাপা
ধরলে মাথা কথা শুনে খেয়ে নিও নাপা
বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
তোমার কথা মতো।
জানি তুমি সুযোগ পেলেই আকাশটাকে দেখ
এবার তবে আকাশ হবো খাতায় লিখে রেখ
কাল বিকেলে বৃষ্টি শেষে চুমুক দিয়ে কাপে
আকাশটাকে সঙ্গি করো তোমার চোখের মাপে
বলতে যদি রাতের খবর মনের জলবায়ু
এক মুহুর্তে কমিয়ে দিতাম অভিমানের আয়ু
দাওনা বলে রাগ কি তোমার আমার চেয়ে বড়
এমন রাগে ভয় পাবে তো পথের কুটো খড়ও
বলছি সরি আর হবে না করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো তোমার কথা মতো।
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
তোমার কথা মতো।
كلمات أغنية عشوائية
- the dean (daan boom) - het is weer weekend (feat. mr. polska & ricky west) كلمات أغنية
- trapt - above it all كلمات أغنية
- m waves - blockchain monster كلمات أغنية
- masterkraft - hosanna كلمات أغنية
- svart - vanära, vanmakt och avsmak كلمات أغنية
- ollie crowe, bromage - thoughts of you كلمات أغنية
- edwin starr - head over heels in love with you baby كلمات أغنية
- nero - peti dan كلمات أغنية
- charlie simpson - sliding doors كلمات أغنية
- выход в окно (vvokno) - вдвоём (together) كلمات أغنية