
anjan dutt - brishti كلمات أغنية
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ_কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে, আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
চারটে দেয়াল মানেই নয় তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এ শহর
আমি অনেক ভেঙেচুরে আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায় ঘুরে, ঘুরে, ঘুরে, ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো, আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি
আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
كلمات أغنية عشوائية
- sheena easton - till death do us part كلمات أغنية
- madonna - nothing really matters (club 69 radio mix) كلمات أغنية
- xalomon - har du møtt slimo? كلمات أغنية
- the red jumpsuit apparatus - grim goodbye (acoustic version) كلمات أغنية
- modern stereo music box (msmb) - another dog كلمات أغنية
- j dani - contigo na كلمات أغنية
- breakfast club - shine a light كلمات أغنية
- ñengo flow & bad bunny - después de las 9 (version original) كلمات أغنية
- sheena easton - medley: i’m in the mood for love/moody’s mood “for love” كلمات أغنية
- dimz (vnm) - thanh xuân muốn có anh كلمات أغنية