
anjan dutt feat. somlata acharyya chowdhury - brishti كلمات أغنية
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…
চারটে দেয়াল মানেই নয়তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর …
আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি,
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি।
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি,
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…
হারিয়ে গেছে তরতাজা সময়,
হারিয়ে যেতে করেনি আমার ভয়।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর …
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি,
আমি আগুন থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি।
আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি,
শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি।
আমি বৃষ্টি দেখেছি।
كلمات أغنية عشوائية
- yung cocky brocky - rappin for jesus كلمات أغنية
- alonelyness - kites كلمات أغنية
- julian harper - subway card كلمات أغنية
- edwin leal - stay with me كلمات أغنية
- tyler, the creator - blow (og) كلمات أغنية
- sxbvshi - kolejna noc كلمات أغنية
- test dept. - the crusher كلمات أغنية
- candiace - drive back (live) كلمات أغنية
- bxgdan - medizin كلمات أغنية
- complex theory - one way or another كلمات أغنية