anindya chatterjee - bune bune jai كلمات الأغنية
তুমি কি শুনলে?
না জেনে বুনলে জট যাবেই পাকিয়ে
তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে
জীবন অবাক তাকিয়ে
দু’হাতে কাঁটা, অযথা হাঁটা
গত জন্মের টুকরো ভুল
গলার মাপে, কী যেন কাঁপে
রোদে ছেঁড়াখোঁড়া উল
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়_ওফোঁড়, এফোঁড়_ওফোঁড়
এফোঁড়_ওফোঁড়
উল কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
মায়াবী উল টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
মায়াবী উল টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
কুয়াশা ঢেকে দেওয়া টয় ট্রেনে
বেচারি আহাম্মক
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়_ওফোঁড়, এফোঁড়_ওফোঁড়, এফোঁড়_ওফোঁড়
উল কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
كلمات أغنية عشوائية
- angelina lacarrubba - made for this كلمات الأغنية
- asmir young - el día de tu cumpleaños كلمات الأغنية
- ex global feat. flame - star كلمات الأغنية
- nadin amizah - sebuah tarian yang tak kunjung selesai كلمات الأغنية
- nic d - song for the summer كلمات الأغنية
- pedro infante - soldado raso كلمات الأغنية
- edwin mlayi - easy money كلمات الأغنية
- saluki - встретимся у кассы (meet at the checkout)* كلمات الأغنية
- kozelall - rap ve beyşehir كلمات الأغنية
- mag (uk) - assault كلمات الأغنية