anindita & sanatan - mor priya hobe eso rani كلمات الأغنية
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
كلمات أغنية عشوائية
- doda - f*ck it كلمات الأغنية
- loko krk - bit kradziej كلمات الأغنية
- dlo mac - g-shit كلمات الأغنية
- dot rotten - keep it on a low كلمات الأغنية
- julian thomas - law 25 كلمات الأغنية
- n.o.r.e. - thiz iz hip hop كلمات الأغنية
- band of skulls - it ain't me, babe كلمات الأغنية
- or - qui t'a dit ? كلمات الأغنية
- ramonzin - golden era كلمات الأغنية
- amar azul - cumbia dile كلمات الأغنية