
anindita & sanatan - mor priya hobe eso rani كلمات أغنية
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
كلمات أغنية عشوائية
- la vie d'artiste - l'affiche rouge كلمات أغنية
- stuki23 - work in progress british guy just venting كلمات أغنية
- cerna - passé l'âge d'être sage كلمات أغنية
- sage (pl) - mówię dziwką pa pa (sentino diss) كلمات أغنية
- juju rogers - intro كلمات أغنية
- naeto c - ten over ten كلمات أغنية
- kamnouze - j'écris كلمات أغنية
- sintax.the.terrific - pickup lines كلمات أغنية
- shef sale - ožiljci كلمات أغنية
- mental affection - общество (society) كلمات أغنية