
anima d. kosta - chupi chupi bolo keo jene jabe كلمات أغنية
Loading...
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই একসাথে
যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কি গো তোমার
কেউ দেখবে যে
ক্ষতি কি তাতে
কেউ জানবে যে
জানে জানবে সে
না হয় ঘুম রবে না আঁখিপাতে
যদি তুমি আমি রই একসাথে
কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সব এলোমেলো
অবুঝ মনা
কিছু বোঝ না
কথা মানো না
রাখো ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই একসাথে…
كلمات أغنية عشوائية
- vennaskond - igavest elu lõppevas öös كلمات أغنية
- parov stelar - the sea كلمات أغنية
- the drifters - your promise to be mine كلمات أغنية
- kitsune 669 - baby vamp كلمات أغنية
- valser - sous la veste كلمات أغنية
- azerate - i'm shooting كلمات أغنية
- malla - planeetta كلمات أغنية
- wild things - heaven knows كلمات أغنية
- kingsly sivapragasam - jeba aavi كلمات أغنية
- andrés otárola - vamos a caminar al campo كلمات أغنية