
anila - shopnogulo tomar moto كلمات أغنية
Loading...
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাওয়ার ভয়
কাঁচের দেয়াল ভাঙার মতো
তোমায় ভাঙি ইচ্ছে মতো
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মতো
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মতো
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মতো
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
(আমার শরীর জুড়ে বৃষ্টি নামে)
অভিমানের নদীর তীরে
(অভিমানের নদীর তীরে)
শুধু তোমায় বলতে ভালোবাসি
(শুধু তোমায় বলতে ভালোবাসি)
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
(স্বপ্নগুলো তোমার মতো)
كلمات أغنية عشوائية
- слот (slot) - old school كلمات أغنية
- not the nine o’clock news - baronet oswald ernald mosley كلمات أغنية
- the walters - tv كلمات أغنية
- florian grey - a.†.n. كلمات أغنية
- srpska izvorna narodna pesma - zabričiše mladog mladoženju كلمات أغنية
- gorillaz - punk (live from scala, london) كلمات أغنية
- recoveko - tierra y mar كلمات أغنية
- жарок (zharok) - катер (motorboat) كلمات أغنية
- sora foreverr - what's the issue? كلمات أغنية
- jxd! - son of abaddon كلمات أغنية