anila - shopnogulo tomar moto كلمات الأغنية
Loading...
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাওয়ার ভয়
কাঁচের দেয়াল ভাঙার মতো
তোমায় ভাঙি ইচ্ছে মতো
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মতো
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মতো
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মতো
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
(আমার শরীর জুড়ে বৃষ্টি নামে)
অভিমানের নদীর তীরে
(অভিমানের নদীর তীরে)
শুধু তোমায় বলতে ভালোবাসি
(শুধু তোমায় বলতে ভালোবাসি)
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারেবার আসবো ফিরে
(স্বপ্নগুলো তোমার মতো)
كلمات أغنية عشوائية
- bnjii - genuine falsations كلمات الأغنية
- calvin harris - blame (r3hab club remix) كلمات الأغنية
- f$m k2 - dome كلمات الأغنية
- dreewzy - ajamu the magician كلمات الأغنية
- drytears (pol) - wounderland كلمات الأغنية
- shiva - no alert كلمات الأغنية
- pcard - конфиденциальность(privacy) كلمات الأغنية
- giada (mlt) - i depend on you كلمات الأغنية
- 01patience - rain on the concrete كلمات الأغنية
- theslitsbetweentheskin - www.killthefaggots.com - skit كلمات الأغنية