
andrew kishore feat. kanok chapa - tomake chai shudhu كلمات أغنية
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ তোমাকে চাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার
শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ
আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি
বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
সারাটি জীবন, ছায়ার মতন
আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি
আমার মরণ তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাই ঃ জিহাদ
كلمات أغنية عشوائية
- charles martin loeffler - the song of caitilin ni uallachain كلمات أغنية
- diplo & morgan wade - never die (spin off remix) كلمات أغنية
- woc - good riddance كلمات أغنية
- daniela garsal - brilla más el cielo كلمات أغنية
- ben garosi - just fine كلمات أغنية
- xcep - situation كلمات أغنية
- mojinos escozios - el consejo (pon el culo) [live] كلمات أغنية
- revengeofparis - soul eater كلمات أغنية
- pauline herr - dodgeball كلمات أغنية
- raine stern - patient hero كلمات أغنية