kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

anama jatri - daaigrosto (home demo) كلمات الأغنية

Loading...

[verse 1]
স্মরণ বেলায়
যেথা হারিয়ে ফেলেছি সব
ভাবনারিক্ত, সে ফিরিবে না

[verse 2]
কেন ক্ষণিক রোধে আক্ষেপে
অবসানে, গড়ে তোলা ধারাবাহিকতা

[chorus]
নীরব ধারে
আর পাওয়া যাচ্ছে না সামর্থ্য বেঁচে ওঠার
কেন প্রাণহীন হয়ে
যেন আজও নিঃশ্বাসে
ঘেরা আঘাত প্রাঙ্গণে
চেয়ে অবসাদ
অবসাদ, অবসাদ

[verse 3]
অপূর্ণ সাধে বিচ্ছিন্ন
শেষ ব্যাখ্যাটাও আজও, সেই
রয়ে সংলক্ষণে ঠাসা

[bridge]
কল্পিত ঘেরায়
মূক হয়ে দৃঢ় কি বিস্ময়
দায়গ্রস্ত বাস্তবতা
[pre_chorus]
বিবেচনা অস্ত, আর
সমক্ষে বার্তা দূর হয়ে
অচেনা ক্ষণগুলী যে বৃথা

[chorus]
নীরব ধারে
আর পাওয়া যাচ্ছে না সামর্থ্য বেঁচে ওঠার
কেন প্রাণহীন হয়ে
যেন আজও নিঃশ্বাসে
ঘেরা আঘাত প্রাঙ্গণে
চেয়ে অবসাদ
অবসাদ, অবসাদ

[post_chorus]
আরও যে
ফিরে থামিয়ে নেওয়া স্মৃতি প্রকল্পের
পীড়ায় নিলীন শূন্যে
বিদায় করিলে আপন
আপন প্রাণপ্রিয় চেতনা
শনৈ
শনৈ, গমনে।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...