kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

anama jatri - chiro obadhyo (home demo) كلمات الأغنية

Loading...

[intro]
পাত্তা দেওয়া _ দূরত্বে
আঁকড়ে রাখা _ বাতিলে, আর
পরামর্শ _ তালাবদ্ধ খিলে

[verse 1]
নিজেরই ভাবনা মানি না
তাহলে মেনে নেই ক্যামনে অন্যদের?

[pre_chorus]
আমি বেশ অমান্য
ও যতই অনর্থক
সে স্বঃবিচার অগ্র প্রাণ

[chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
_ প্রযত্নের মত

আমি চির অবাধ্য
আপন জনেও
_ পরের দৃষ্টান্ত

[verse 2]
এই আধমরা দম ভরে
থাকার চেয়ে যে মন খুলে, বাঁচি
যদি মরে যাই তাড়াতাড়িও বা

[verse 3]
বোধহীন, নিরাপত্তাহীন যারা
_ তারা কী অগোচর!

[bridge]
নালিশ করে _ মোর সিদ্ধান্তে
তখন, তখন, তখন, তখন
_ ভেঙে মন পালানোর প্রতিপক্ষে
একনিষ্ঠ হয়ে প্রতিবাদ চালানো, ছাড়া
আর মার্গ যে মোটেও নেই

[chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
_ প্রযত্নের মত

আমি চির অবাধ্য
আপন জনেও
_ পরের দৃষ্টান্ত
[post_chorus]
আমি চির অবাধ্য
বাঁধিতে ক্লান্ত
_ প্রযত্নের মত

আমি চির অবাধ্য
আপন জনেও
_ পরের দৃষ্টান্ত

আমি চির অবাধ্য
আয়ুর পত্রিকায়
_ পাতাহীন বিষন্ন

[outro]
শুধু
শুধু যেন ক্ষতিহারা রয় ঘিরে
ফিরে চেয়ে রওয়া
দুরূহ
আনন্দলোকে।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...