
amlaan feat. ishan mitra & trissha chatterjee - o mon (from "ke tumi nandini") كلمات أغنية
Loading...
শুনে যাই, শুধু শুনে যাই
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতে সত্যি হয়
আমারও তো বেঁচে থাকা তোর জন্যে
যেমন মিথ্যে নয়।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
كلمات أغنية عشوائية
- nechie - shady park كلمات أغنية
- 42 - friday future كلمات أغنية
- the last rhyme - 10. overtime كلمات أغنية
- lil woodryc - i hate it here كلمات أغنية
- babyroksi - рокси, да мы на марсе! كلمات أغنية
- thotiana - водопад(waterfall) كلمات أغنية
- coco quinn - feel me كلمات أغنية
- archie shepp & jason moran - sometimes i feel like a motherless child (edit) كلمات أغنية
- zaylee - angel كلمات أغنية
- we the kings - love me or let me down كلمات أغنية