amit mishra - boss title track (from "boss 2") كلمات الأغنية
আনবে ভোর সূর্য, তোর বুকে আগুন জ্বলতে দে
মানবে হার অন্ধকার, আলোর পথে চলতে দে
আনবে ভোর সূর্য, তোর বুকে আগুন জ্বলতে দে
মানবে হার অন্ধকার, আলোর পথে চলতে দে
তোর মনের সূর্যকে, তুই জ্বালতে যদি চাস
তোকে যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাইরে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
অনেক হলো দিন বদলের গল্প কথা রে
আজও দেখি মানুষ বাঁচে পথেরই ধারে
অনেক হলো দিন বদলের গল্প কথা রে
আজও দেখি মানুষ বাঁচে পথেরই ধারে
আমরা নিজেই বদলাবো দিন, হাতে মেলা হাত
খেয়ে পরে বাঁচবে সবাই জুটবে মাথায় ছাদ
সেই নতুন সকালকে যদি সামনে পেতে চাস
তোকেও যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাইরে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
থাকতে জীবন মানবো নারে আজ কিছুতেই হার
নিজের দামে নেবোই জিতে নিজের অধিকার
থাকতে জীবন মানবো নারে আজ কিছুতেই হার
নিজের দামে নেবোই জিতে নিজের অধিকার
আসুক বাঁধা, আসুক তুফান উঠুক যতই ঝড়
স্বপ্ন পথে চল এগিয়ে, সেটাই লক্ষ্য কর
তুই সবার মনে রাজ
আজ করতে যদি চাস
তোকেও যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাই রে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
boss
كلمات أغنية عشوائية
- siempre asi - mas que amar كلمات الأغنية
- dislizzy feat. fun boy - official freestyle lyric كلمات الأغنية
- dogtown rap - o preço, pt. 2 كلمات الأغنية
- kollegah - runde 24 كلمات الأغنية
- rafa blas - naúfrago كلمات الأغنية
- teezy - midnight drive كلمات الأغنية
- adma - wątpliwości كلمات الأغنية
- lady leshurr - shurraq freestyle كلمات الأغنية
- quicktrip - real real كلمات الأغنية
- alkaline - son of a queen كلمات الأغنية