
amit mishra - boss title track (from "boss 2") كلمات أغنية

আনবে ভোর সূর্য, তোর বুকে আগুন জ্বলতে দে
মানবে হার অন্ধকার, আলোর পথে চলতে দে
আনবে ভোর সূর্য, তোর বুকে আগুন জ্বলতে দে
মানবে হার অন্ধকার, আলোর পথে চলতে দে
তোর মনের সূর্যকে, তুই জ্বালতে যদি চাস
তোকে যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাইরে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
অনেক হলো দিন বদলের গল্প কথা রে
আজও দেখি মানুষ বাঁচে পথেরই ধারে
অনেক হলো দিন বদলের গল্প কথা রে
আজও দেখি মানুষ বাঁচে পথেরই ধারে
আমরা নিজেই বদলাবো দিন, হাতে মেলা হাত
খেয়ে পরে বাঁচবে সবাই জুটবে মাথায় ছাদ
সেই নতুন সকালকে যদি সামনে পেতে চাস
তোকেও যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাইরে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
থাকতে জীবন মানবো নারে আজ কিছুতেই হার
নিজের দামে নেবোই জিতে নিজের অধিকার
থাকতে জীবন মানবো নারে আজ কিছুতেই হার
নিজের দামে নেবোই জিতে নিজের অধিকার
আসুক বাঁধা, আসুক তুফান উঠুক যতই ঝড়
স্বপ্ন পথে চল এগিয়ে, সেটাই লক্ষ্য কর
তুই সবার মনে রাজ
আজ করতে যদি চাস
তোকেও যে হতে হবে boss
boss-boss-boss-boss
boss থাকে মন পাড়াতে
boss থাকে सितारा-তে
boss তো আমরা সবাই রে boss
boss আছে তোর মাঝে রে
boss আছে তোর কাছে রে
boss তো আমরা সবাইরে boss
boss
كلمات أغنية عشوائية
- yosemite mudflap - the edge كلمات أغنية
- charlotte sands - all my friends are falling in love كلمات أغنية
- kacey musgraves - good wife كلمات أغنية
- phil everly - poisonberry pie كلمات أغنية
- säm x kaw - punane papp كلمات أغنية
- 風光ル梟 (kaze hikaru fukurou) - 淋しい熱帯魚 (samishii nettaigyo) كلمات أغنية
- king_garrett - lil'bitch كلمات أغنية
- 5 seconds of summer - valentine (tradução em português) كلمات أغنية
- мейбл (mabl) - прекрасней нет (no more beautiful) كلمات أغنية
- phil cook - i won't crumble with you if you fall كلمات أغنية