
amit kumar - ami chini go chini lyrics
Loading...
[chorus]
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
[verse 1]
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি_মাঝারে
তোমায় দেখেছি হৃদি_মাঝারে
ওগো বিদেশিনী
[verse 2]
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
[verse 3]
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
[outro]
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
كلمات أغنية عشوائية
- disillusion - the edge of honor lyrics
- disillusion - swallowed lyrics
- disillusion - submission lyrics
- disillusion - red lyrics
- disillusion - painkiller lyrics
- disillusion - and the mirror cracked lyrics
- fredro starr - electric ice - featuring x1 and mieva lyrics
- fredro starr - shining through ( theme from 'save the last dance' ) lyrics
- fredro starr - shining through (bonus track) lyrics
- fredro starr - that's the way we roll lyrics