
ami jani - shibu كلمات أغنية
[part i]
[pre_chorus]
প্রিয়, মনে রেখো
প্রতি রাতে যেন
তোমারই ভুল কাঁদায় আমায়
স্বার্থ, মুছে দিবো
তবুও রাত্রি কেটে গেলো
তোমাকে না দিতে পারি ডাক
[chorus]
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
[post_chorus]
আমি জানি
এ তো কোনো ভালোবাসা না
আড়ালে আমাকে রেখে দিয়ে
তাকে দেখো না
যদি যাও, চলে যাও
তাকে কাছে রেখো না
হারিয়ে ফেলেছি মনের অনুভূতি, দেখো না
[pre_chorus]
প্রিয়, মনে রেখো
প্রতি রাতে যেন
তোমারই ভুল কাঁদায় আমায়
স্বার্থ, মুছে দিবো
তবুও রাত্রি কেটে গেলো
তোমাকে না দিতে পারি ডাক
[chorus]
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
কে ছোঁয় যে তোমায়
আমি জানি
ভুল সবই তোমার
আমি ভাবি
সে যে কোন দুনিয়ার
যে তোমাকে আমার থেকে ছিনিয়ে পালায়
আমি জানি
[part ii]
[pre_chorus]
কোনো contract ছাড়া কথা নাই
আমি চু_ না কোনো বড় ভাই
লিখি কাব্য কোনো কবি নই
আমি বিধাতার দিকে ঝুঁকে রই
লিখেছি শব্দ হাজার যেগুলো
সোনার চেয়েও দামী
কি করে বুঝাবো আর তোমায়
[chorus]
আমি জানি, আমি মানি
আমি বুঝি, আমি রাজি
তবু কেন আমার মনে হয়
চোখের আড়ালে দাও ফাঁকি
আমি জানি, আমি মানি
আমি বুঝি, আমি রাজি
তবু কেন আমার মনে হয়
চোখের আড়ালে দাও ফাঁকি
كلمات أغنية عشوائية
- janis ian - his hands [live on radio 1] كلمات أغنية
- alan williams - crosses كلمات أغنية
- brock smith - silver screen كلمات أغنية
- baby v.o.x. - 사랑인가봐요 (it must be love) كلمات أغنية
- linedy genao - perfect portrait كلمات أغنية
- noct!s - bands (crib 2.0) كلمات أغنية
- natalie imbruglia - torn (apple music home session) كلمات أغنية
- windgonepink - bad habits كلمات أغنية
- sun of john - let's talk about it كلمات أغنية
- matt cavalieer - on you كلمات أغنية