
aly hasan - shonar bangladesh كلمات أغنية
[chorus: aly hasan]
এই দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ_দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আহা_হা…
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
[verse 1: aly hasan]
ও নানা battery_র charge শেষ নাকি new পাগলের বেশ
দেশে খারাপ আবার কেডা যেডা সবাই তো দরবেশ
যত চিটার, বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোচ_দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
বাঙাল নাই ঘরে, খাইবো বেশি, ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি, দেশটায় রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দা’ না পিছ’দা জবাই করো তোমার খাসি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাতত দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি
[post_chorus: aly hasan]
ওগো, শোনো, শোনো দেশবাসী, ট্যাকা_পয়সার ফেরে আছি
রাইতে মশা, দিনে মাছি, এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন, শোনেন,দেশবাসী, ট্যাকা_পয়সার ফেরে আছি
রাইতে মশা, দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
[chorus: aly hasan]
দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ_দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
[verse 2: siam hawladar]
আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই কড়া
নদীমাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ, সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যি কথা বলতে শুধু আপনি আমি খেচ
বাংলার ৮ টা বিভাগ আর ৬৪ জেলা
সবাই থাকে ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা হেই জানে উপরওয়ালা
আর খেলা যদি unlegal হয়, না খেলাই ভালা
তাইলে দরকার কী করার আলগা প্রেম?
ফাও পিরিতে বদনাম বাড়ে, বাড়ে blame
আচ্ছা, তুমি দেশী আমি দেশি same to same
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছ না game
হোন, কেউ আছে ভালো আবার কেউ আছে cheater
কেউ আসছে বাটপার আবার কেউ আছে teacher
এইডা মাইনা লইছি কম বেশি সবার মধ্যেই প্যাঁচ
অহন ভালো_মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ
[chorus: aly hasan]
দেশে ভালা কইবেন কারে?
এখন সবার ভিতরে প্যাঁচ
তগো মোচ_দাড়ি গজানের আগে গজায়া যায় লেজ
আমার সোনার বাংলাদেশ
আহা_হা…
আমগো এত সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেচ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
[outro]
আহা_হা…
আহা_হা…
كلمات أغنية عشوائية
- travis pickle - motorcycle man كلمات أغنية
- graupel - etherial كلمات أغنية
- ian gillan band - time and again كلمات أغنية
- austink47 - loyalty كلمات أغنية
- einstürzende neubauten - feurio! كلمات أغنية
- otis spann - home to mississippi كلمات أغنية
- eric's trip - frame كلمات أغنية
- oysterband - granite years كلمات أغنية
- pacifique - mélancolie كلمات أغنية
- tangente records - entre nós كلمات أغنية