kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

alv33 - peya bipasha كلمات أغنية

Loading...

[intro: sanzida mahmood nandita]
এবার চলবে আড্ডাবাজি
আজ পহেলা ফাল্গুন
আর বসন্তের এই প্রথম দিনে আমাদের সঙ্গী হয়েছেন
মডেল এবং অভিনেত্রী peya bipasha

[chorus: alv33]
তুমি কোথায় যাও?
কাকে চাও? আমায় ছেঁড়ে যেয়ো না
যদি ভালো চাও, থেকে যাও, কারোও দিকে চেয়ো না
আমি মানবো না যে তুমিও অন্য মেয়ের মতোই মেহমান
তুমি আমার হক, আমার সব আমার প্রেরণা
আমার কথাগুলো সুইয়ের মত করে please তোমার বুকে গেঁথো না
আমি করবো ওকে block, শত বারণ করার পরেও সে যেতো না
আমার মেয়েরা সব peya bipasha ওরা বিশ্বাস করে চেতনায়
তুমিও জানো অনেক ভালো করে যে এই প্রেমের সময় ছিলো seasonal

[verse 1: alv33]
অভিযোগগুলো সব লুকায় আমি তোমার কথা শুধু সেজদায় বলি
নিজের সপ্ন করব পুরন তাই তো আমি সারাদিন শুধু চেষ্টা করি
তোমায় হারাবো আমি কেন?
baby আমি আমার সাধ্যের ভেতর best টাই করি
সাপের মতোই আমি বিষধর তাই তো নিজেকেই এখন reptile বলি
transylvania’র মতো আমি সব ছেলেদের কে রাস্তায় ধরি
তেজগাঁও গেসি, অন্য মেয়েকে ভালোবাসতে চাই নাই আমি baby
শেষটাও বেঠিক, আমি তোমার মনের মতো হতে পারি নাই baby
ধারণা করি, হঠাৎ করে text পাইলে দিন ভালো যায় যদি
সন্ধান করি, তাও আমি পাই খুঁজে তোমার মনটা যদি
এখন তো gang, gang করি কম এটা আমার first time ছিলো show তে
আমি stage_এ যখন দাড়াই তোমার চাইতেও ভালো মেয়েদের দেখি গান গেতে
তোমায় পাইলে আমার অনেক কিছু হইতো miss,নাইলে আসতো late_এ
আমায় ছেড়ে আসা সব আগের বন্ধু গুলো knock করে এখন gate_এ
[bridge: alv33]
আমি তোমার জন্য লেখসি এতোগুলো কবিতা deserve করে medal
আমার মত করে তোমায় এতো সুন্দর করে কেউ ডাকবে না “baby”
আমি বন্ধু নিয়ে ঘুরি_ফিরি তারপরে cure করি depression
আমার প্রত্যেকটা গানে বলবো, “তুমি ছিলা আমার life_এর একটা lesson”

[chorus: alv33]
তুমি কোথায় যাও?
কাকে চাও? আমায় ছেঁড়ে যেয়ো না
যদি ভালো চাও, থেকে যাও, কারোও দিকে চেয়ো না
আমি মানবো না যে তুমিও অন্য মেয়ের মতোই মেহমান
তুমি আমার হক, আমার সব আমার প্রেরণা
আমার কথাগুলো সুইয়ের মত করে please তোমার বুকে গেঁথো না
আমি করবো ওকে block, শত বারণ করার পরেও সে যেতো না
আমার মেয়েরা সব peya bipasha ওরা বিশ্বাস করে চেতনায়
তুমিও জানো অনেক ভালো করে যে এই প্রেমের সময় ছিলো seasonal

[outro: peya bipasha, sanzida mahmood nandita]
আ_আমি life_এ আমি valentine day পালন করেছি একবারই (আচ্ছা!)
যখন ছোটবেলায় প্রেম করতাম তখনই
তারপরে ওরকম করে আর হয়নি
প্রথম প্রেমপত্র কবে পেয়েছিলেন?
class eight_এ থাকতে
আচ্ছা! কি লেখা ছিল সেখানে?
লেখা ছিল অনেক সুন্দর সুন্দর কথা আমি অনেক সুন্দর
আমাকে দেখলে অনেক ভালো লাগে like এই type_এর কথা
আমিও লিখে দিতাম tissue তে, tissue paper_এ লিখে
আচ্ছা, এরকম আদান_প্রদান হয়েছে অনেকবার?
হ্যাঁ, অনেক হয়েছে
এবং তারপর প্রেম হয়েছে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...