alom ara minu - amar shopno je كلمات الأغنية
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……
আশার সমাধি ঘিরে
সেই পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা……
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়।।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……
كلمات أغنية عشوائية
- princesita kelly - mi gatito miau miau كلمات الأغنية
- scott reed - lift your eyes كلمات الأغنية
- bassie, m-touch, ranger & amaza - kwelanga 2.0 كلمات الأغنية
- hailyn heisler - coulda, shoulda, woulda كلمات الأغنية
- igor, the architect - igor of season (snipper 20.05.2024) كلمات الأغنية
- asfixia - luv كلمات الأغنية
- cryapachy - beetlejuice! beetlejuice! beetlejuice! كلمات الأغنية
- ralfy the plug - not 4 nun كلمات الأغنية
- pan kee-bois - arzt كلمات الأغنية
- savage noir ($avage noir) - toptalov flow كلمات الأغنية