aloke maity - mor priya hobe كلمات الأغنية
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
كلمات أغنية عشوائية
- private zero - more كلمات الأغنية
- foe deuce - who ever knew كلمات الأغنية
- kaycyy - 24 (reference) كلمات الأغنية
- donna mcghee - make it last forever كلمات الأغنية
- nathanael hoyt - daycore كلمات الأغنية
- atlkamen - purple ocean كلمات الأغنية
- lov (fr) - osp كلمات الأغنية
- booter bee - bnb كلمات الأغنية
- good scott - yes man كلمات الأغنية
- sally boy - where we met كلمات الأغنية