
aloke maity - mor priya hobe كلمات أغنية
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
كلمات أغنية عشوائية
- enidove - weakest link (feat. boi_driza) كلمات أغنية
- roshawn (arb) - pomni vs luan loud كلمات أغنية
- kabe - quattro كلمات أغنية
- lil5ive - war كلمات أغنية
- marina - butterfly كلمات أغنية
- arthas & sagath - berserk mode كلمات أغنية
- sematary - soulja boy - i love you smooky ( كلمات أغنية
- sve1mil - время (time) كلمات أغنية
- walkerdiazz, kennat & sinaka - como jalisco (remix) كلمات أغنية
- bashful billy - the shepard's daughter كلمات أغنية