
alka yagnik - gopono kothati كلمات أغنية
Loading...
গোপন কথাটি রবে না গোপনে
singer- alka yagnik
alb-m- mone robe
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি…
বিভল হাসিতে বাজিল বাঁশিতে
বিভল হাসিতে বাজিল বাঁশিতে
স্ফূরিল অধরে নিভৃত স্বপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
হৃদয়শতদল
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে
না না না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি রবে না গোপনে
না না না, রবে না গোপনে
শুভঙ্কর দাস
গোপন কথাটি…
كلمات أغنية عشوائية
- tai (tur) & azure wrath - adımlar كلمات أغنية
- terakron - для тебя (for you) كلمات أغنية
- stetkar - up كلمات أغنية
- sub-radio - better view كلمات أغنية
- anayka she - switch كلمات أغنية
- tred honey & team0xxxa - vip party (runawway + fumiko + speenzy) كلمات أغنية
- new junk city - high contrast كلمات أغنية
- sam dees - standing in the wings of a heartache كلمات أغنية
- k911 - my truth/sausages كلمات أغنية
- rouaa - rubis rouge كلمات أغنية