
alif & shakib khan - borbaad- from " rajkumar" كلمات أغنية
[verse 1]
কার জন্য ভেতর মাঝে
ওলট_পালট লাগে
কেন রে আদর_আদর
বড্ড মায়া লাগে
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[verse 2]
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলই আমার সে, কেবলই আমার
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[pre_chorus]
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
[chrous]
বোঝে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
كلمات أغنية عشوائية
- lil love (rus) - elf كلمات أغنية
- nanimono - どーぱみん! (dopamine!) كلمات أغنية
- urn (finland) - burning blood's curse كلمات أغنية
- earl gaines - the best of luck to you كلمات أغنية
- lil crank - confidence كلمات أغنية
- fckwood - blänt 2 (autro) كلمات أغنية
- charles koechlin - le vin كلمات أغنية
- illés együttes - alig volt zöld كلمات أغنية
- johnny montilla - setting my intentions... كلمات أغنية
- the ran$om elite - titan form كلمات أغنية