kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

alif & shakib khan - borbaad- from " rajkumar" كلمات الأغنية

Loading...

[verse 1]
কার জন্য ভেতর মাঝে
ওলট_পালট লাগে
কেন রে আদর_আদর
বড্ড মায়া লাগে
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ

[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি

[verse 2]
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলই আমার সে, কেবলই আমার
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি

[pre_chorus]
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না

[chrous]
বোঝে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...