
alekha shatkahon - ahsan al miraj كلمات أغنية
Loading...
প্রতিম ধূসর ঢেউগুলো
নেমেছে কংক্রিট ছাই_শহরে।
হু হু করে লু হাওয়ার মুখে
পরেছে গল্প মুখ থুবড়ে।
তোর শূন্যতার অবগাহন।
কাঁচ ভেজা শহরের এক বিনা রঙ।
তুই আমার শূন্যের বাহন
মন কোণে বাজে অলেখা সাতকাহন।
সময়ের গল্প
অসময়ে ফুরোলো
শ্যাওলা ডুবো পুকুরে
ভিন্ন মানুষে
বদনের ফানুসে
বদলে যায় আহারে
ভেসে যায় সব স্মৃতি
পরে ধূসর আবরণ।
তোর শূন্যতার অবগাহন।
কাঁচ ভেজা শহরের এক বিনা রঙ।
তুই আমার শূন্যের বাহন
মন কোণে বাজে অলেখা সাতকাহন।
كلمات أغنية عشوائية
- homayoun shajarian & alireza ghorbani - parishan khial كلمات أغنية
- vperedi (vperedi) - холодный (cold) كلمات أغنية
- anthem lights - stay / something just like this كلمات أغنية
- the casualties - modern day slaves كلمات أغنية
- lilneto - workin' كلمات أغنية
- jline - take it away كلمات أغنية
- jahmiel - winning كلمات أغنية
- unsylence - hero time is gone كلمات أغنية
- shiva linga - healing now كلمات أغنية
- ravena - me leva com você كلمات أغنية