
akib rafi - gontobbo كلمات أغنية
জীবনে ফিরে তাকিয়ে আমি
মনে জড়ো হয় কল্পনা
বসে ফিরে একাকি আমি
আমার সত্ত্বা আজও অচেনা
ভাঙা কাঁচের মত বিচ্ছিন্ন আমি
মরুভূমির মত মৃত হৃদয়
কখনো খুঁজে ফিরি সবুজ সে প্রান্তর, আমার
পৃথিবী যেখানে রাখা
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই।
হারিয়ে গেছে আমার ঠিকানা
তবু আমি গন্তব্যহীন নই
শত প্রাণের মাঝে আজ জড় আমি
প্রতিক্ষায় থাকি তোমার
ভাঙা কাঁচের মত বিচ্ছিন্ন আমি
মরুভূমির মত মৃত হৃদয়
কখনো খুঁজে ফিরি সবুজ সে প্রান্তর, আমার
পৃথিবী যেখানে রাখা
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই।
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
كلمات أغنية عشوائية
- madside - enemy كلمات أغنية
- jorge rojas - mi cantar كلمات أغنية
- impulse machine - spectrogrammaton كلمات أغنية
- astray valley - ocean of ashes كلمات أغنية
- whiterozzz - могила (grave) كلمات أغنية
- planty x - thought i'd see كلمات أغنية
- georges ouel - oiseaux كلمات أغنية
- the northern boys - f the world كلمات أغنية
- lye lirious - me vs me كلمات أغنية
- wolfgang petry - das muss die liebe sein كلمات أغنية