
aki chowa - hridoy khan كلمات أغنية
Loading...
এই পথের
বল শেষ কোথায়
বলবে কি আমায়
পাশাপাশি
এ ছুটে চলা
মুখে নেই ভাষা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
সময়
ফুরিয়ে যায়
সিকি টুকুই থাকে
আবেগী সে মাখামাখি
বারে বারে পিছু ডাকে…
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আর কখনো
পাবো কি তোমায়
দিন কাটে আশায়
কাছাকাছি
কি ছলা কলা
মনে জাগে আশা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
শিহরণে
আহা একি ছোঁয়া
শিহরণে কাটে
baby i miss you(একি ছোঁয়া)
baby i love you(এ বেলা)
baby i miss you
baby i love you
baby i miss you(miss you)
كلمات أغنية عشوائية
- killtak - flesh friends كلمات أغنية
- charlietoja - przemijanie كلمات أغنية
- bare up - lose conrol كلمات أغنية
- 0l4w mxxn - you da type كلمات أغنية
- that kid - captain (krypt remix) كلمات أغنية
- plugdealer - зад (ass) كلمات أغنية
- assucena - enluarada كلمات أغنية
- iku hoshifuri - your princess (romanization) كلمات أغنية
- hi-fi set - クリスタル・ナイト (crystal night) كلمات أغنية
- gatto a parigi - volume (kenanxan - pare pare instrumental) كلمات أغنية