
akassh - bangladesher meye كلمات أغنية

[intro]
ওরে বাংলাদেশের!
[pre-chorus]
ওরে বাংলাদেশের মেয়েরে তুই
হেইলা দুইলা যাস
[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
[hook]
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
[verse 1]
তোর ঠুমক ঠুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
তোর ঠুমক ঠুমক চাল
আর চিকন চিকন গাল
আহা রাগের এমন তেজ
যেন লাল মরিচের ঝাল
ওরে বঙ্গ ললনা
তোর হয় না তুলনা
তোর মন রাঙাতে করবো যা তুই চাস
[chrous]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস হায়!
[verse 2]
তোর ঝুমকো কানের দুল
আর খোঁপায় গাঁদাফুল
ঐ কাজল কালো চোখ
কার স্বপ্নেতে মশগুল
তোর ঝুমকো কানের দুল
আর খোঁপায় গাঁদা ফুল
ঐ কাজল কালো চোখ
কার স্বপ্নেতে মশগুল
তোর মনটা পাবে যে
আরে ধন্য হবে সে
তুই হাসলে পরেই হাসবে যে আকাশ
[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপ খানা কি ঝকঝকে বানাস
[pre-chorus]
ওরে বাংলাদেশের মেয়েরে তুই
হেইলা দুইলা যাস
[chorus]
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
একবার যেই ঘুইরা তাকাস
লাগে ঝাকাস
পদ্মা নদীর ইলিশ খাইয়া
রূপখানা কি ঝকঝকে বানাস
[hook]
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
ও লা লা হো
ও লা লা হো
ও লা লা হু…
كلمات أغنية عشوائية
- kid red - keep it 100 كلمات أغنية
- matieu - m.m.c كلمات أغنية
- shadows of the night - the time bomb كلمات أغنية
- wale - tonight (suite 311) كلمات أغنية
- manafest - amplifier كلمات أغنية
- mayimbe y barbaro fines - congo lucumi كلمات أغنية
- banda el valle - el sinaloense كلمات أغنية
- john lee hooker,canned heat - you talk too much كلمات أغنية
- swmrs - figuring it out كلمات أغنية
- joe kinni - beaking free كلمات أغنية