akash choa valobasha by habib, nancy - haway haway dolna dole كلمات الأغنية
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিঁপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে।
©eren99
كلمات أغنية عشوائية
- vincenz, azura & musicbydavid - about me كلمات الأغنية
- defnotbio - if it wasn't كلمات الأغنية
- les totos de lille 3 - rap des totos v2 (prod. toto beats) كلمات الأغنية
- west rerun - swimming in circles كلمات الأغنية
- drago obrić - ti si meni sve كلمات الأغنية
- boypiep - 800mg of caffeine كلمات الأغنية
- aslak t - tusen takk كلمات الأغنية
- mysterious_j.b. - melodies كلمات الأغنية
- key glock - no hook كلمات الأغنية
- beta berk bayındır - peynir gemisi (2004) كلمات الأغنية