
ahmed hasan sunny - pother pathor lyrics
Loading...
[verse 1]
বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[verse 2]
মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[instrumental]
[verse 3]
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
كلمات أغنية عشوائية
- maisnerd - lazytown lyrics
- mandy doran - mellow out night lyrics
- modern temple - hollowed days lyrics
- haven (pop) - asking for a friend lyrics
- jeff stones - what i’m on lyrics
- takeoffyourpants! - not my darkest secret lyrics
- masamoth - oras de peligro lyrics
- naakhum - l'espasa de vilardell lyrics
- 東京事変 (tokyo incidents) - 勝ち戦 (kachi ikusa) - win every fight lyrics
- frozen soul - twist the knife lyrics