
ahmed hasan sunny - o nijhum raat كلمات أغنية
[chorus]
ও নিঝুম রাত
মেলে পাখা যাচ্ছো তুমি
যাচ্ছো তুমি উড়ে উড়ে বহুদূরে
দু’চোখ বেঁধে যাচ্ছো নিয়ে
এই আমারে কোন সুদূরে
চিনবে তো পথ অলিগলি এই আঁধারে?
[post_chorus]
ও হাওয়ার রাত
জানো নাকি এই শহরে
আমার একটা বন্ধু আছে বইয়ের পোকা
দু’চোখে তার ঘুম না এলে
রাত জেগে বই পড়ে সে একা একা
একটা বন্ধু গান গায় গলা ছেড়ে
একটা বন্ধু চাকরি ছেড়ে কবিতা করে
[instrumental break]
[verse ]
ইদানীং খুব ব্যস্ত সবাই
কথা হয় না বলে না তো কেউ হুট করে
চল তো বন্ধু এখনই চল
রিকশা করে ঘুরবো যে আজ
দেখবো কোথায় রোদ উঠেছে
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কোথায়
দেখবো যে আজ শহর জুড়ে
ডানা ভাঙে মেঘ কোন আকাশে
[chorus]
ও শহুরে রাত
যাও নিয়ে উড়িয়ে আমায়
যেখানে মোর বন্ধু আছে
নয়তো দূরে শহর ছেড়ে
রূপকথার ঐ নদীর কাছে
[outro]
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
লা লা
كلمات أغنية عشوائية
- hidra - gönlünü hoş tut كلمات أغنية
- george the poet - if the shoe fits كلمات أغنية
- josh ritter - you've got the moon كلمات أغنية
- akt aktion - get it كلمات أغنية
- anoghan - ghadara كلمات أغنية
- harry carter - moonshine كلمات أغنية
- intellect (illinois) - graduation كلمات أغنية
- kelton je'von - friend of mine كلمات أغنية
- medium rope - i do not like whole wheat bread (eurasian remix) كلمات أغنية
- my dear addiction - are you there كلمات أغنية