
agun - kannar rong كلمات أغنية
নিঃশ্চুপ চারিধার নিয়ে অবহেলায়
অসমাপ্ত চিঠিটায় কাটাকুটি খেলা
শ্যাওলা ধরা চিলেকোঠায় রাতের নিস্তব্ধতা
লিখতে বসে জীবনের শেষ অধ্যায়
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না
সবাইতো চলে যায় আজ কিংবা কাল
তবুওতো সূর্য ওঠে হয় সকাল
এতো কিছুর পরেও তো জীবন চলে
হারানো ভালোবাসা স্মৃতি হয়ে থাকে
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না
কোন একদিন হয়তো
ফিরে আসবো তোমার কাছে
সূর্য হয়ে উঠবো হয়তো ভোর সকালে
জোছনার পানে তাকিয়ে
ভেবো আমায় তুমি
আকাশ ভরা সন্ধ্যাতারা হয়ে জ্বলবো আমি
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না…
আর কেঁদো না…
কেঁদো না…
vocal/b-ss-b-ssbaba
guitar/key/drums-jewel
solo-2: 30-2: 51
كلمات أغنية عشوائية
- john myrtle - get her off my mind كلمات أغنية
- talkin toys - don't make me wait كلمات أغنية
- voltaj - n-ajunge كلمات أغنية
- triller (uk) - figure me out..!! كلمات أغنية
- 喻言 yu yan - 风吹过的地方你都在 كلمات أغنية
- seedhe maut - godkode كلمات أغنية
- fax gang - spiral (pierce) كلمات أغنية
- fello-de-se - empty inside كلمات أغنية
- vivid bad squad - 踊 (odo) كلمات أغنية
- lee viab - out of phone area كلمات أغنية