kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

agun - kannar rong كلمات الأغنية

Loading...

নিঃশ্চুপ চারিধার নিয়ে অবহেলায়
অসমাপ্ত চিঠিটায় কাটাকুটি খেলা
শ্যাওলা ধরা চিলেকোঠায় রাতের নিস্তব্ধতা

লিখতে বসে জীবনের শেষ অধ্যায়
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না

সবাইতো চলে যায় আজ কিংবা কাল
তবুওতো সূর্য ওঠে হয় সকাল
এতো কিছুর পরেও তো জীবন চলে
হারানো ভালোবাসা স্মৃতি হয়ে থাকে
তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না

কোন একদিন হয়তো
ফিরে আসবো তোমার কাছে
সূর্য হয়ে উঠবো হয়তো ভোর সকালে
জোছনার পানে তাকিয়ে
ভেবো আমায় তুমি
আকাশ ভরা সন্ধ্যাতারা হয়ে জ্বলবো আমি

তুমি আর কেঁদো না
যাচ্ছি চলে আমি অজানায়
জীবনের শেষ গানটা
গাইছি আমি কোন সুর ছাড়াই
তুমি আর কেঁদো না…
আর কেঁদো না…
কেঁদো না…

vocal/b-ss-b-ssbaba
guitar/key/drums-jewel

solo-2: 30-2: 51

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...