
agun - amar shopnogulo كلمات أغنية
Loading...
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায় (২)
আমার কবিতগুলো প্রতি দিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়
আশার সমাধি ঘিরে
সেই পাখি আজো গান গায়
একাকী হেটে চলেছি আমি
হৃদয় মরুর আঙিনায়
এক সুখের বৃষ্টি এসেছিলো
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এমনটা কেন বারেবারে ভেঙ্গে যায় (২)
আমার কবিতগুলো প্রতিটি ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়
كلمات أغنية عشوائية
- vante - talk down كلمات أغنية
- smack - sklízim كلمات أغنية
- samantha machado - virada do avesso كلمات أغنية
- macintosh minus - moon (interlude) كلمات أغنية
- 林憶蓮 (sandy lam) - 寂寞擁擠 (jìmò yǒngjǐ) (簡體字/simplified characters) كلمات أغنية
- lil k.o.r.i da finne$e kidd - wlltrapchannel كلمات أغنية
- aero flynn - driftless كلمات أغنية
- morphine - patience [alt. ver.] كلمات أغنية
- jackpot bcv - maratona كلمات أغنية
- mar90s - ct shit كلمات أغنية