
aftermath - matir roud (bonus track) كلمات أغنية
[verse 1]
বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে
[chorus]
জাগে নদী নিকষ কালো ছবি
অবাক পৃথিবী মিছে যেন সবি
সময়ের চাকা মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা অসীম বিস্ময়, মাখা
[verse 2]
ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাঁড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি নিয়ে আমরা
[chorus]
বেঁচে থাকি ক্রোধে নিয়তির কাঁধে
অসীমের মাঝে হারানো কোন সাঁজে
সময়ের চাকা মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা অসীম বিস্ময়, মাখা
[guitar solo]
[whistling]
[bridge]
চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেনো ওঠে কালো ঝড়
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে আবার
[chorus]
জেগে ওঠে নদী নিকষ কালো ছবি
অবাক পৃথিবী মিছে যেন সবি
সময়ের চাকা মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা অসীম বিস্ময়
জেগে ওঠে নদী নিকষ কালো ছবি
অবাক পৃথিবী মিছে যেন সবি
সময়ের চাকা মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা অসীম বিস্ময়
كلمات أغنية عشوائية
- sf9 - dear fantasy (japanese version) كلمات أغنية
- mannequin trees - tonight كلمات أغنية
- jon bellion - bootyful question mark كلمات أغنية
- obojeni program - kosmos u tvom srcu كلمات أغنية
- buray - sahiden كلمات أغنية
- card club - gabriella كلمات أغنية
- blaccthekidd - nothing above’em كلمات أغنية
- son volt - while rome burns كلمات أغنية
- anaïs - lost my faith كلمات أغنية
- deniro - obriši suze كلمات أغنية