
adverb (bangladesh) - ke tomake bashbe bhalo كلمات أغنية
Loading...
কে তোমাকে
রাখবে ধরে অধরে?
অমন করে কে তোমায়
বুঝতে জানে?
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো?
অমন করে কে শেখায়
বাঁচার মানে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
কতশত চোখের জল
গাঁট বাঁধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে বাসবে ভালো?
كلمات أغنية عشوائية
- gouge away - maybe blue كلمات أغنية
- good cop - waiting for the end of the world كلمات أغنية
- juice wrld - the way i feel كلمات أغنية
- gameboyjones - mashle rap song | bling-bang-bang-born كلمات أغنية
- pilita corrales - kung batid mo lamang كلمات أغنية
- aamo - pas dans les soirées كلمات أغنية
- lepi - siroče كلمات أغنية
- resolutions - daily train كلمات أغنية
- belgrano808 - mi memoria كلمات أغنية
- ammonia - keep on my side (acoustic) كلمات أغنية