
ad amit - aka lage mon كلمات أغنية
my song –
https://youtu.be/_8p-jftwt1o
জানিনা এভাবে আর কতদিন কাটবে আমার জীবন
সত্যি ভাবি মাঝে মাঝে আমি কি আর প্রয়োজন
জানিনা এভাবে আর কতদিন কাটবে আমার জীবন
সত্যি ভাবি মাঝে মাঝে আমি কি আর প্রয়োজন
অনেক স্বপ্ন ছিল মনে
ছিল আজো আছে জানিনা হবে কি পূরণ
সব পূরণ হলে জীবন ভরবে না তবুও মন
সত্যি বলতে কি নিজেকে
বড় একা লাগে একা লাগে মন
বড় একা লাগে আমি একা আর এ মন
বড় একা লাগে একা লাগে মন
নিজেকে বড় একা লাগে
এসব ভাবলে অনেক খারাপ
হৃদয়ে ব্যথা লাগে তবু যেন নয়নে জল আসে না
জীবনের পথ চলার শুরু থেকে প্রতি মুহূর্তে বাঁধা পেয়েছি তবু ছাড়িনি এ যুদ্ধ আমার লড়ে গেছি আজো
পড়াশোনা গান বাজনায় চলেছে
গীটারে তালের সুর
গান লেখা গাওয়া একটি নেশা ভাবি নি যাবো এত দূর
নিজেকে বড় একা লাগে একা আমার এ মন
বড় একা লাগে একা লাগে মন
নিজেকে বড় একা লাগে
জানিনা এভাবে আর কতদিন কাটবে আমার জীবন
সত্যি ভাবি মাঝে মাঝে আমি কি আর প্রয়োজন
অনেক স্বপ্ন ছিল মনে ছিল আজো আছে
জানিনা হবে কি পূরণ
সব পূরণ হলে জীবন ভরবে না তবুও মন
সত্যি বলতে কি নিজেকে
বড় একা লাগে একা লাগে মন
নিজেকে বড় একা লাগে
বড় একা লাগে একা লাগে মন
নিজেকে বড় একা লাগে !
by amit das
كلمات أغنية عشوائية
- whitepolo - like this كلمات أغنية
- juke 21k - blasphemy كلمات أغنية
- abyusif - s a v o | ساڤو كلمات أغنية
- suga (bts) - all i do is win كلمات أغنية
- bad brains - sacred love (live) كلمات أغنية
- sam lumba - memoir كلمات أغنية
- awakend & monika santucci - lost when you're away كلمات أغنية
- daryl braithwaite - sugar train كلمات أغنية
- jazzinuf - under pressure كلمات أغنية
- aika (edm) - arcade night كلمات أغنية