
abol tabol - corridor كلمات أغنية
ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
চাপা পড়ে গেছে আজ সব নব কোন অনুরাগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
তাই লেগে থাকে শুধু আবছায়া ঘোর
ফেলে আসা রুম আর ফাঁকা করিডোর
ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
স্কুল ছিল, চুল ছিল, ছোট করে ছাঁটা
স্কুল ছিল, ভুল ছিল, নম্বর কাটা
স্কুল ছিল, গুল ছিল, মিথ্যে কত কথা
আজ তা_কি মনে লেগে আছে নাকি তোর?
যেভাবেই মনে আছে ফাঁকা করিডোর
ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
চেপে পাশ ভয় ছিল ফেল করাতে
কিছুখন বাকি ছিল বেল পড়াতে
খাতা বেরোনোর আগে তেল মারাতে ছিল সুখ
পাশ করা নম্বর উঠে যেতো খুব জোর
কানমোলা আরশোলা, ভরে যেত করিডোর।
ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
চায়ে ডোবে বিস্কুট, চলে যেত আলোচনা
নানাবিধ গালাগালি সবে সবে কানে শোনা
ব্যবহার করতে, দুরুদুরু দোনামোনা
কোনো এক সাহসী দিতে গিয়ে করিডোরে
পাশ দিয়ে শিক্ষিকা, খোকা যেতো ধরা পড়ে।
ফিকে হওয়া কালো কালি মনে পড়েনি তো আগে
তাই পাতা ওল্টালে নস্টালজিয়া জাগে
সেই খোকা নেই খোকা হয়ে গেছে ধেড়ে
তাই স্কুল কলেজ আর করিডোর ছেড়ে ।
সাত গুণে চব্বিশ কাজ গেছে তার বেড়ে ।
তাই লেগে থাকে শুধু আবছায়া ঘোর
ফেলে আসা রুম আর ফাঁকা করিডোর।
كلمات أغنية عشوائية
- los reales del rio & grupo renaci2 - bebe te extraño كلمات أغنية
- heaven wazi - girlie, 911 كلمات أغنية
- ryan max & inmortales - giving lies كلمات أغنية
- эндшпиль (endspiel) - загадка (riddle) كلمات أغنية
- cold culture - tear me down كلمات أغنية
- soulard - tak to widzę كلمات أغنية
- t. morgan music - alone كلمات أغنية
- 26is - choreando كلمات أغنية
- kinderlil - sls كلمات أغنية
- ribbon skirt - 41 كلمات أغنية