
abirbhaab - ekdin كلمات أغنية
[music]
লাল্লাল্লালালা
লাল্লাল্লালালাআআ
লাল্লাল্লালালা
লালালালাআআআ…
কালো বাদলের পরে উঁকি দেওয়া আমি সূর্যের হাসি খুঁজি
জ্যান্ত শরীরে মৃত মনের পাখি সেজে আমি খোলা আকাশে উড়ি।
[music]
কুয়াশায় ঢাকা ফুটপাতে
হতাশার চাদর গায়ে ঢেকে
আমি সুখ খুঁজে চলি।
প্রতিকূলের ঢেউ কাটিয়ে
ভাঙা ভেলায় ভর রেখে
আমি তীর খুঁজে চলি।
বিষণ্ণ পাখি উড়ে যেতে চায়
কালো বাদল ছাড়িয়ে
ধোঁয়াশা মাখা পথ ছেড়ে
ছন্নছাড়া মোড়ে দাঁড়িয়ে।
বিষণ্ণ পাখি উড়ে যেতে চায়
কালো বাদল ছাড়িয়ে
ধোঁয়াশা মাখা পথ ছেড়ে
ছন্নছাড়া মোড়ে দাঁড়িয়ে।
[music]
তবু একদিন
আমারই দিন
যেদিন শুধু বলবো আমি।
একদিনের আকুতি নিয়ে
শতদিন সহ্য করি আমি…
আমি…আমি…
বিষণ্ণ পাখি উড়ে যেতে চায়
কালো বাদল ছাড়িয়ে
ধোঁয়াশা মাখা পথ ছেড়ে
ছন্নছাড়া মোড়ে দাঁড়িয়ে।
বিষণ্ণ পাখি উড়ে যেতে চায়
কালো বাদল ছাড়িয়ে
ধোঁয়াশা মাখা পথ ছেড়ে
ছন্নছাড়া মোড়ে দাঁড়িয়ে।।
كلمات أغنية عشوائية
- azetunez - black and red كلمات أغنية
- carol biazin - torn - inversions 90s كلمات أغنية
- jayson king - heartaches كلمات أغنية
- neil young & promise of the real - alabama (live) كلمات أغنية
- fusage - hollow completion كلمات أغنية
- elio - off my chest كلمات أغنية
- david w. huff - near you كلمات أغنية
- ada pasternak - young & dumb كلمات أغنية
- allio - good things for good people كلمات أغنية
- on your nerves - facade كلمات أغنية