
ab feat. azam khan & ayub bacchu - ashi ashi bole tumi كلمات أغنية
Loading...
আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা
আসি আসি বলে তুমি আর এলে না
অভিমান কেন করে গিয়েছো বহুদূরে?
অভিমান কেন করে গিয়েছো বহুদূরে?
জানি না কে হারে, কে জিতে
আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
ঝড়ে পাখি পড়ে কভু কি ফেরে নীড়ে?
ঝড়ে পাখি পড়ে কভু কি ফেরে নীড়ে?
আমিও চলেছি বহুদূরে
আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা
আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
আর এলে না
আর এলে না
আর এলে না
আর এলে না
كلمات أغنية عشوائية
- fausto leali - la mia primavera كلمات أغنية
- spiky - super hero كلمات أغنية
- meghan trainor - ashes كلمات أغنية
- emtee - brand new day كلمات أغنية
- elvo03 - hält wach كلمات أغنية
- yung beef - mátame كلمات أغنية
- bryansk man - cadillac كلمات أغنية
- lil wayne - mama mia كلمات أغنية
- soto asa - ialah كلمات أغنية
- bryson tiller - turn it up* كلمات أغنية