
13th funeral - swar كلمات أغنية
Loading...
tanveer nayeem
তোমার জন্যে ব্যাস্ত শহরগুলো কাঁদে
তোমার জন্যে গোধুলী আলো শেষ কণা
যা দেখে তোমার মনে কাঁদে ঝড়।
তোমার জন্যে রাজপথের নিয়ন আলোয়
তোমার জন্যে গোধূলি মিশে গেছে গভীর আলোয়
তুমি জানো না কি দেখে আমি তোমাকে
তুমি জানো নাহ গোধুলীর শেষ বিকেলে তোমাকে
হারিয়ে ফেলেছি তোমার সব
হারিয়ে ফেলেছি তোমার স্বর।।
গোধুলী তোমার
গোধুলী সবই তোমার
যেন আমি এই পথে।
তারার আলো
যেন ক্ষুদ্র ক্ষুদ্র মায়া জালে
যেমনি ছিল
লাল সবুজের ওই ল্যাম্পপোস্টে।
যেমনি ছিল তেমনই থাকুক
যেমনি ছিল তেমনই থাকুক
তোমার শেষের আলো।
ভেবো তুমি দাড়িয়ে
গিয়েছি হারিয়ে
কেন তুমিই
হারিয়ে ফেলেছি তোমার স্বর
كلمات أغنية عشوائية
- blodwyn pig - it's only love كلمات أغنية
- bloodshoteye - bound to break كلمات أغنية
- carishma - glow in the dark كلمات أغنية
- black slate - amigo كلمات أغنية
- david cook - day tripper كلمات أغنية
- bloodshoteye - the last laugh كلمات أغنية
- david cook - innocent كلمات أغنية
- bloodshoteye - mourning in silence كلمات أغنية
- bloodshoteye - be my victim كلمات أغنية
- david crosby - cowboy movie كلمات أغنية