13th funeral - nijer jonno gaan كلمات الأغنية
Loading...
যখন এলোমেলো হাওয়া গুলো আমাকে ছুয়ে দেয় অদৃশ্যতা
তখন বাতাসের আয়ু বারে বার ফিরে পেতে চায়
তোমার আমার আলো (পবিত্র আত্মা)..
যখন এলোমেলো হাওয়ায় তোমাকে হারিয়ে আবার পেতে চায়
তখন নিঝুম অন্ধকারে আলোর স্বপ্ন দেখে বারে বার হারায়
আমাকে…সুর না দিয়ে তুমি লিখেছো
নিজের জন্যে গান
নিজের জন্যে গান
নিজের জন্যে গান গাওয়া আমার।।
নিজের জন্যে গান
নিজের জন্যে গান
নিজের জন্যে গান বাঁধা আমার।।
আবারো তোমাকে খুঁজেছি প্রথম সকালে
তখন নিঝুম অন্ধকারে আলো দিশেহারা
যখন তুমি ভেবেছো আমাকে
আমি তখন অন্ধকারে আলো খুঁজি ।।
খুজে না পেয়ে,সব ছাড়িয়ে, নিজের জন্যে গান বেঁধে গাওয়া..
নিজের জন্যে গান
নিজের জন্যে গান
নিজের জন্যে বাঁধা আমার..
নিজের জন্যে গান
তোমার জন্যে গান
নিজের জন্যে গাওয়া আমার..
নিজের জন্যে গান
নিজের জন্যে গান
নিজের জন্যে বাঁধা আমার
كلمات أغنية عشوائية
- mirajmusic - taze kan كلمات الأغنية
- florest - сгораю كلمات الأغنية
- brunny - asleep كلمات الأغنية
- tj_beastboy - joker smile كلمات الأغنية
- genie midas - think of you كلمات الأغنية
- kardez - spusti ga كلمات الأغنية
- king crayons - mønte كلمات الأغنية
- buraco - ya no eres tú كلمات الأغنية
- enphamus - homer simpson كلمات الأغنية
- dfrnt & jamin - arc'teryx كلمات الأغنية