13th funeral - chotto metro ga كلمات الأغنية
Loading...
রাতভর জেগে থাকি তোমার কথা ভেবে
আমার এ হাত তোমার হাতে রাখবে কোন কালে..
যেদিন থেকে তোমার টিপের প্রেমে পড়লাম আমি
কপাল জুড়ে ঠোঁটের চুমু সাথে পাগলামি ..
তুমি কাছে আসলে অস্থির হয় মন
ভালোবাসায় অন্ধ আমার দিনযাপন
তুমি কাছে আসলে অস্থির হয় মন
ভালোবাসায় অন্ধ আমার দিনযাপন
চট্টমেট্রো ক খ গ
চট্টমেট্রো গ
আবারও বলছি তোমায় গানে গানে শুনছো তুমি কথা
নিজের জন্যে গান গেয়ে পেলাম ভালোবাসা
চট্টমেট্রো ক খ গ
চট্টমেট্রো গ
অধিক প্রিয় মহা গোপনে তীর্থ বনে যাই
আমি অপার ভেবে বসে স্বর্গ দেখা পাই!
অন্ত কালো নীল শিরায় ফিরি বাস্তবতায়
তোমায় নিয়ে হেটে চলি রঙিন হতাশায়!
ক্ষুদ্র প্রার্থনাতে বিষাদিত কোনে মন
পৃথিবীটা ঘড়ির কাটায় হারিয়ে স্বপ্ন
চট্ট মেট্রো ক খ গ,চট্ট মেট্রো গ
كلمات أغنية عشوائية
- youppi x youppi - sdf كلمات الأغنية
- vircolac - titan كلمات الأغنية
- dealer (aus) - glass preacher كلمات الأغنية
- sylvaine - eg er framand كلمات الأغنية
- leah (can) - light of the world كلمات الأغنية
- stellar circuits - lady of the lake كلمات الأغنية
- aly cat - se me quiebra la voz كلمات الأغنية
- elf (ru) - ghastliness كلمات الأغنية
- bryska - jealous كلمات الأغنية
- rewindraps - celebration كلمات الأغنية